Untitled
user_9373605
json
a year ago
24 kB
4
Indexable
[ { "_id": "65e94d3d6b821b8ea6c074f4", "language": "65f6979add87f264ada4eff1", "version": "663a1fb12ed3cc300ba6015d", "book": { "id": "663b16603e025b0c244c2dc1", "name": "মালাখি" }, "compositeKey": "ben.efd8a351a07d4264-01.MAL.1", "chapterId": "MAL.1", "numberOfVerses": 14, "number": 1, "type": "text", "status": "1", "__v": 0, "createdAt": "2024-03-07T05:14:37.052Z", "updatedAt": "2024-05-08T09:10:58.229Z", "chapter": { "_id": "65e94d3d6b821b8ea6c074f4" }, "verses": [ { "id": "6603af80da69ac0f717f5173", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f4", "number": 1 }, "content": "একটি ভাববাণী: ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর বাক্য যা মালাখির মাধ্যমে দেওয়া হল।", "verseId": "MAL.1.1", "position": 1 }, { "id": "6603af80da69ac0f717f5174", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f4", "number": 1 }, "content": "ইস্রায়েলের প্রতি ঈশ্বরের প্রেম“আমি তোমাদের ভালোবেসেছি,” সদাপ্রভু বলেন। “কিন্তু তোমরা জিজ্ঞাসা করো, ‘কীভাবে তুমি আমাদের ভালোবেসেছ?’ “এষৌ কি যাকোবের ভাই ছিল না?” সদাপ্রভু ঘোষণা করেন। “তা সত্ত্বেও যাকোবকে আমি ভালোবেসেছি,", "verseId": "MAL.1.2", "position": 2 }, { "id": "6603af80da69ac0f717f5175", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f4", "number": 1 }, "content": "কিন্তু এষৌকে আমি ঘৃণা করেছি, আমি তার পর্বতমালাকে ধ্বংসস্তূপে পরিণত করেছি ও তার বসতিজমি মরুভূমির শিয়ালদের দিয়েছি।”", "verseId": "MAL.1.3", "position": 3 }, { "id": "6603af80da69ac0f717f5176", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f4", "number": 1 }, "content": "ইদোম বলতে পারে, “আমাদের চূর্ণ করা হলেও আমরা আবার সেই ধ্বংসস্তূপ নতুন করে গড়ে তুলব।” কিন্তু সর্বশক্তিমান সদাপ্রভু বলেন: “তারা গড়ে তুলতে পারে কিন্তু আমি তা ধ্বংস করব। তাদের বলা হবে ‘দুষ্টদের দেশ’ এবং ‘এক জাতি যারা সর্বদা সদাপ্রভুর ক্রোধের অধীন।’", "verseId": "MAL.1.4", "position": 4 }, { "id": "6603af80da69ac0f717f5177", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f4", "number": 1 }, "content": "তোমরা তা নিজের চোখে দেখবে ও বলবে, ‘সদাপ্রভু মহান, এমনকি ইস্রায়েলের সীমার বাইরেও মহান!’ ”", "verseId": "MAL.1.5", "position": 5 }, { "id": "6603af80da69ac0f717f5178", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f4", "number": 1 }, "content": "ত্রুটিপূর্ণ বলি দিয়ে নিয়ম লঙ্ঘনসর্বশক্তিমান সদাপ্রভু বলেন, “একজন ছেলে তার বাবাকে সম্মান করে, ও একজন দাস তার মালিককে সম্মান করে। আমি যদি বাবা হই, তবে আমার প্রাপ্য সম্মান কোথায়? আর আমি যদি প্রভু হই, তবে আমার প্রাপ্য শ্রদ্ধা কোথায়? “যাজকেরা, তোমরাই আমার নামকে অবজ্ঞা করেছ। “কিন্তু তোমরা জিজ্ঞাসা করো, ‘আমরা কীভাবে তোমার নাম অবজ্ঞা করেছি?’", "verseId": "MAL.1.6", "position": 6 }, { "id": "6603af80da69ac0f717f5179", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f4", "number": 1 }, "content": "“আমার বেদিতে অশুচি খাদ্য নিবেদন করে। “কিন্তু তোমরা জিজ্ঞাসা করো, ‘আমরা কীভাবে তোমাকে অশুচি করেছি?’ “এটা বলে যে সদাপ্রভুর মেজ তুচ্ছ।", "verseId": "MAL.1.7", "position": 7 }, { "id": "6603af80da69ac0f717f517a", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f4", "number": 1 }, "content": "যখন তোমরা অন্ধ পশুবলি দাও, তা কি অন্যায় নয়? যখন তোমরা খোঁড়া বা অসুস্থ পশুবলি দাও, তা কি অন্যায় নয়? তোমাদের প্রদেশপালের কাছে এই ধরনের বলি দেওয়ার চেষ্টা করো! তিনি কি তোমাদের প্রতি তুষ্ট হবেন? তিনি কি তোমাকে গ্রহণ করবেন?” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন।", "verseId": "MAL.1.8", "position": 8 }, { "id": "6603af80da69ac0f717f517b", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f4", "number": 1 }, "content": "“তোমরা এখন ঈশ্বরের কাছে বিনতি করো, যেন তিনি আমাদের প্রতি সদয় হন। তোমাদের হাত থেকে এই ধরনের নৈবেদ্য, তিনি কি তোমাদের গ্রহণ করবেন?” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন।", "verseId": "MAL.1.9", "position": 9 }, { "id": "6603af80da69ac0f717f517c", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f4", "number": 1 }, "content": "“আহা! আমি কামনা করি যে তোমাদের মধ্যে কোনো একজন যদি মন্দিরের দরজা বন্ধ করে দিত, তবে হয়তো কেউ আমার বেদিতে বৃথা বাতি জ্বালাত না! আমি তোমাদের প্রতি খুশি নই,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, “এবং আমি তোমাদের হাত থেকে কোনও রকম নৈবেদ্য গ্রহণ করব না।", "verseId": "MAL.1.10", "position": 10 }, { "id": "6603af80da69ac0f717f517d", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f4", "number": 1 }, "content": "আমার নাম জাতিগণের মধ্যে মহান হবে, সূর্য উদয়ের স্থান থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত। প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশ্যে ধূপ ও শুচি নৈবেদ্য উৎসর্গ করা হবে, কারণ আমার নাম জাতিগণের মধ্যে হবে মহান,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন।", "verseId": "MAL.1.11", "position": 11 }, { "id": "6603af80da69ac0f717f517e", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f4", "number": 1 }, "content": "“কিন্তু তোমরা তা অপবিত্র করো, এই বলে, ‘সদাপ্রভুর মেজ অশুচি,’ এবং, ‘তাঁর খাদ্যও তুচ্ছ।’", "verseId": "MAL.1.12", "position": 12 }, { "id": "6603af80da69ac0f717f517f", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f4", "number": 1 }, "content": "আর তোমরা বলো, ‘এ কি ধরনের বোঝা!’ এবং তোমরা আমার আদেশ সম্পূর্ণভাবে অবজ্ঞা করো,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন। “যখন তোমরা আহত, খোঁড়া অথবা অসুস্থ পশু নিয়ে আস এবং আমার প্রতি উৎসর্গ করো, তোমাদের হাত থেকে কি তা আমার গ্রহণ করা উচিত?” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন।", "verseId": "MAL.1.13", "position": 13 }, { "id": "6603af80da69ac0f717f5180", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f4", "number": 1 }, "content": "“অভিশপ্ত সেই প্রতারক, যার পালে উপযুক্ত পুরুষ পশু আছে এবং তা উৎসর্গ করার জন্য শপথ করে, কিন্তু পরে ত্রুটিপূর্ণ পশু ঈশ্বরের প্রতি বলিদান করে। কারণ আমি মহান রাজা,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, “এবং জাতিগণ আমার নামে ভয় পাবে।", "verseId": "MAL.1.14", "position": 14 } ] }, { "_id": "65e94d3d6b821b8ea6c074f2", "language": "65f6979add87f264ada4eff1", "version": "663a1fb12ed3cc300ba6015d", "book": { "id": "663b16603e025b0c244c2dd3", "name": "ফিলীমন" }, "compositeKey": "ben.efd8a351a07d4264-01.PHM.1", "chapterId": "PHM.1", "numberOfVerses": 25, "number": 1, "type": "text", "status": "1", "__v": 0, "createdAt": "2024-03-07T05:14:37.052Z", "updatedAt": "2024-05-08T09:10:58.244Z", "chapter": { "_id": "65e94d3d6b821b8ea6c074f2" }, "verses": [ { "id": "6603af80da69ac0f717f520d", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "খ্রীষ্ট যীশুর বন্দি, আমি পৌল এবং আমাদের ভাই তিমথি, আমাদের প্রিয় বন্ধু ও সহকর্মী ফিলীমন,", "verseId": "PHM.1.1", "position": 1 }, { "id": "6603af80da69ac0f717f520e", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "আমাদের বোন আপ্পিয়া ও আমাদের সহসৈনিক আর্খিপ্প এবং তোমার বাড়িতে সমবেত হওয়া মণ্ডলীর উদ্দেশে:", "verseId": "PHM.1.2", "position": 2 }, { "id": "6603af80da69ac0f717f520f", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর বর্ষিত হোক।", "verseId": "PHM.1.3", "position": 3 }, { "id": "6603af80da69ac0f717f5210", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "ধন্যবাদ জ্ঞাপন ও প্রার্থনাআমার প্রার্থনায় তোমাকে স্মরণ করার সময় আমি প্রতিনিয়ত আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই,", "verseId": "PHM.1.4", "position": 4 }, { "id": "6603af80da69ac0f717f5211", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "কারণ প্রভু যীশুতে তোমার বিশ্বাস এবং সমস্ত পবিত্রগণের প্রতি তোমার ভালোবাসার কথা আমি শুনেছি।", "verseId": "PHM.1.5", "position": 5 }, { "id": "6603af80da69ac0f717f5212", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "আমি প্রার্থনা করি, বিশ্বাসে আমাদের যে সহভাগিতা আছে তা অন্যের কাছে ব্যক্ত করতে তুমি যেন সক্রিয় হয়ে ওঠো, যেন খ্রীষ্টে আমাদের যেসব উৎকৃষ্ট বিষয় আছে তার পূর্ণ উপলব্ধি তোমার হয়।", "verseId": "PHM.1.6", "position": 6 }, { "id": "6603af80da69ac0f717f5213", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "তোমার ভালোবাসা আমাকে খুবই আনন্দ এবং প্রেরণা দিয়েছে, কারণ ভাই, তুমি পবিত্রগণের প্রাণ জুড়িয়েছ।", "verseId": "PHM.1.7", "position": 7 }, { "id": "6603af80da69ac0f717f5214", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "ওনীষিমের জন্য পৌলের মিনতিঅতএব, খ্রীষ্টে সাহসী হয়ে যদিও তোমার কর্তব্য সম্বন্ধে আমি তোমাকে আদেশ দিতে পারতাম,", "verseId": "PHM.1.8", "position": 8 }, { "id": "6603af80da69ac0f717f5215", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "তবুও, ভালোবাসাবশত আমি তোমার কাছে মিনতি করছি, আমি পৌল—সেই বৃদ্ধ এবং এখন খ্রীষ্ট যীশুর বন্দি—", "verseId": "PHM.1.9", "position": 9 }, { "id": "6603af80da69ac0f717f5216", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "আমার ছেলে ওনীষিমের জন্য আমি তোমাকে মিনতি করছি যাকে আমি বন্দিদশায় ছেলেরূপে পেয়েছি।", "verseId": "PHM.1.10", "position": 10 }, { "id": "6603af80da69ac0f717f5217", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "আগে তোমার কাছে সে ছিল অনুপযোগী, কিন্তু এখন তোমার ও আমার, উভয়ের কাছেই সে উপযোগী হয়ে উঠেছে।", "verseId": "PHM.1.11", "position": 11 }, { "id": "6603af80da69ac0f717f5218", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "আমি তাকেই—আমার চোখের মণিকে—তোমার কাছে ফেরত পাঠাচ্ছি। আমার সব ভালোবাসা তার সাথে যাচ্ছে।", "verseId": "PHM.1.12", "position": 12 }, { "id": "6603af80da69ac0f717f5219", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "তাকে আমি আমার কাছেই রাখতে পারতাম, তাহলে সুসমাচারের জন্য আমার বন্দিদশায় সে আমাকে তোমার পরিবর্তে সাহায্য করতে পারত।", "verseId": "PHM.1.13", "position": 13 }, { "id": "6603af80da69ac0f717f521a", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "কিন্তু তোমার সম্মতি ছাড়া আমি কিছুই করতে চাইনি, যেন তুমি যে মঙ্গলকর কাজ করো, তা স্বেচ্ছায় করো, বাধ্য হয়ে নয়।", "verseId": "PHM.1.14", "position": 14 }, { "id": "6603af80da69ac0f717f521b", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "হয়তো, সে অল্প সময়ের জন্য তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল, যেন তুমি তাকে চিরকালের জন্য ফিরে পাও—", "verseId": "PHM.1.15", "position": 15 }, { "id": "6603af80da69ac0f717f521c", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "আর ক্রীতদাসরূপে নয়, কিন্তু তার চেয়েও শ্রেয়, প্রিয় এক ভাইরূপে। সে আমার বড়োই প্রিয়, কিন্তু ব্যক্তি হিসেবে এবং প্রভুতে ভাই হিসেবে, সে তোমার কাছে আরও বেশি প্রিয়।", "verseId": "PHM.1.16", "position": 16 }, { "id": "6603af80da69ac0f717f521d", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "তাই, তুমি যদি আমাকে তোমার সহযোগী বলে মনে করো, তাহলে আমাকে যেমন স্বাগত জানাতে, তাকেও সেভাবেই গ্রহণ করো।", "verseId": "PHM.1.17", "position": 17 }, { "id": "6603af80da69ac0f717f521e", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "আর সে যদি তোমার প্রতি কোনো অন্যায় করে থাকে বা তোমার কাছে তার কোনো ঋণ থাকে, তা আমারই বলে গণ্য করো।", "verseId": "PHM.1.18", "position": 18 }, { "id": "6603af80da69ac0f717f521f", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "আমি পৌল, নিজের হাতে এই পত্র লিখছি, আমি তা সব শোধ করব। তুমি নিজেই যে আমার কাছে ঋণে বাঁধা আছ, সেকথা আর উল্লেখ করলাম না।", "verseId": "PHM.1.19", "position": 19 }, { "id": "6603af80da69ac0f717f5220", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "ভাই, আমরা দুজনই প্রভুতে আছি। প্রভুতে আমি তোমার কাছ থেকে এই উপকার যেন পেতে পারি; খ্রীষ্টে তুমি আমাকে এ বিষয়ে নিশ্চিন্ত করো।", "verseId": "PHM.1.20", "position": 20 }, { "id": "6603af80da69ac0f717f5221", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "তোমার আনুগত্যের উপরে আস্থা রেখেই আমি তোমাকে লিখছি, কারণ আমি জানি যে, আমি যা চাই তুমি তার চেয়েও বেশি করবে।", "verseId": "PHM.1.21", "position": 21 }, { "id": "6603af80da69ac0f717f5222", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "আরও একটি কথা: আমার থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করো, কারণ তোমাদের সব প্রার্থনার উত্তরস্বরূপ, আমি তোমাদের কাছে ফিরে যাওয়ার আশা করি।", "verseId": "PHM.1.22", "position": 22 }, { "id": "6603af80da69ac0f717f5223", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "খ্রীষ্ট যীশুতে আমার সহবন্দি ইপাফ্রা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন।", "verseId": "PHM.1.23", "position": 23 }, { "id": "6603af80da69ac0f717f5224", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "আর আমার সহকর্মী মার্ক, আরিষ্টার্খ, দীমা ও লূক, এরাও জানাচ্ছেন।", "verseId": "PHM.1.24", "position": 24 }, { "id": "6603af80da69ac0f717f5225", "chapter": { "id": "65e94d3d6b821b8ea6c074f2", "number": 1 }, "content": "প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক। আমেন।", "verseId": "PHM.1.25", "position": 25 } ] }, ]
Editor is loading...
Leave a Comment