Untitled
unknown
plain_text
5 months ago
1.6 kB
3
Indexable
তোমাকে অনেকদিন ধরেই তোমাকে ফলো করছি এবং তোমার প্রতি আমার অনুভূতি কাজ করা শুরু করেছে। তোমার সহজ-সরলতা, মিষ্টি হাসি এবং ব্যক্তিত্বের আমাকে প্রতিবারই মুগ্ধ করে। আমি হয়তো তোমার জীবনের একজন সাধারণ দর্শক, যে তোমার প্রতিটি পোস্ট, স্টোরি, টাইমলাইন স্টক করে কিন্তু কখনও কিছু প্রকাশ করেনা। তোমাকে মেসেজ দেয়না। কথা বলেনা। কিন্তু, যদি কখনো অনুভব করো, কেউ নীরবে তোমার জন্য ভালোবাসা অনুভব করছে, তাহলে জানো—আমি সেই একজন। আমার এই অনুভূতিটা সত্যি। আর সাহস করে বলতে পারছি, কারণ মনে হলো তুমি এটা জানার যোগ্য। তোমার জন্য সবসময় ভালো চাই এবং আশা করি, তোমার দিনগুলো আনন্দময় কাটুক, জীবনে অনেকদূর এগিয়ে যাও। অনেক অনেক শুভকামনা থাকলো।
Editor is loading...
Leave a Comment