Untitled

 avatar
unknown
plain_text
3 years ago
5.3 kB
8
Indexable
মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা চুড়ান্ত মডেল টেস্ট
বাংলা প্রথম প্রত্র
সময়ঃ ২০ মিনিট                                                                                                     বিসয় কোডঃ ২৩৬ 
ক বহুনির্বাচনী প্রশ্ন 
১ ,  গ্রামের এক প্রান্তরে কিসের বাগান ছিল মৃত্যুঞ্জেয়?
(ক) আম কাঠালের                                                                                                  (খ) পেয়ারা লিচুর
(গ) কলা-আনারসের                                                                                              (ঘ) আপেল-কমলার

২ ,  মির-মোশারফ হসেন কত তারিখে মৃত্যুবরণ করেন ?
(ক) ১৩ই ফেব্রুয়ারি                                                                                  (খ) ১৩ই নভেম্বর 
(গ) ১৩ই   সেপ্টেম্বর                                                                                   (ঘ) ১৩ই ডিসেম্বর
৩ ,  কারবালা প্রন্তের মর্মান্তিক ঘটনা কন মাস সংঘটিত হয়?
(ক) রমজান                                                                                  (খ) সফর
(গ) মহরম                                                                                   (ঘ) আওয়াল

৪ ,  বাংলা সাহিত্তের প্রথম সার্থক ছোটগল্পের রচয়িতা কে ?
(ক) প্রমথ চৌধুরী                                                                                      (খ) বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর                                                                                (ঘ) শরৎচন্দ্র চট্টপাধ্যায়

* পিতৃহীন দিপুর চাচা ছিলেন পরিবারের কর্তা । দীপু শিক্ষিত হয়েও তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা  তার ছিল না । চাচা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতু ক নিয়ে বাড়াবাড়ি করার কারনে কন্যার পিতা অপমানিত বোধ করেন । বিয়ের আলোচনা ভেঙ্গে দেন । দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছুই বলতে পারেন নি । 

৫। দীপুর চাচার সঙ্গে ' অপরিচিতা ' গল্পের কোন চরিত্রের মিল আছে ? 
 	  ক। হরিশের	 	 খ । মামার
 গ।  কোমাকের	 	 ঘ । বিনুর

৬। উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে - 
i . দৌরাত্ব
ii.  হীনমন্যতা
iii.  লোভ 

(ক) i ও ii 	(খ) । ii ও  iii 
(গ) । i ও iii	( ঘ ) । i , ii  ও iii  

৭। ম্যালেরিয়া কথাটা না হয় নাই পড়িলাম - উক্তিটি কোন রচনার অন্তর্গত ? 
	(ক)  হৈমন্তী 		(খ)  বিলাসী 
	(গ)  সাহিত্য খেলা	( ঘ ) যৌবনের গান

১৫। বাংলাদেশের  জাতীয় কবির জন্ম ও মৃত্যু সন হিসেবে কোনটি সঠিক ?
	(ক) ১৮৫৫-১৯০৭	   (খ) ১৮৯৯ – ১৯৭৬
	(গ) ১৮৯৯ – ১৯৭২	   (ঘ) ১৮৮৮ - ১৯৮৬ 

১৬। ' ফেব্রুআরি ১৯৬৯' কবিতার বর্নমালাকে কীসের সাথে তুলনা করা হয়েছে ? 
	(ক) নক্ষত্র   	(খ) রক্ত  
	(গ) ফুল  	(ঘ)  রৌদ্র 

১৭ । ' সোনার তরী ' কবিতায় কবির সৃষ্টিকর্মকে কী হিসেবে তুলনা করা হয়েছে  ? 
	(ক) ধন - সম্পদ 	(খ) জমি জমা 
	(গ) ফসল 		(ঘ)  তরি 

১৮ । অনুপের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন  ? 
	(ক) ডাক্তারি 	(খ) ওকালতি 
	(গ) মাস্টারি 	(ঘ)  ব্যবসা 

১৯ ।কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ? 
	(ক) ধূমকেতু 		(খ) সবুজপত্র 
	(গ) সমাচার দর্পন 	(ঘ)  সমকাল






Editor is loading...